সম্পর্ক
আলো আর আধারে
সূর্য শিউলি ফুলের
জীবন যেন বাধারে।
... সময়ের নিয়মে
সকালের আলো ছড়িয়ে
সূর্য প্রতিদিন উঠে
রাতে পাপড়ি মেলে
শিউলি ফুল ফুটে।
একজন ঘুমালে অন্যজন জাগে
একসাথে দেখা করা জুটে নাকো
তাদের ভাগ্যে।
সূর্য শিউলি ফুলকে বলে,
আমি জাগলে ছড়ায় আলো
আমি ঘুমালে রাত হয় কালো।
মনে মনে ভাবি এটাই বুঝি ভাল।
রাতের আধারে পাপড়ি-তো মেলো।
শিউলি ফুল সূর্যকে বলে,
আমি ফুল,আমি ফুটি
এটা আমার জীবনের রীতি।
তুমি অস্থ গিয়ে রেখে গেলে
কত শত স্মৃতি।
এটাই তো আমার প্রতিদিনের পুঁজি।
দুই ভুবনের দুজন আমরা
এটাই আমাদের ভাগ্যনীতি।
Comments (0)
Leave a reply