একটাই পথ তোমার কেন ভিন্নমত
খুব সহজেই বলে দিলে খুব সহজেই মীমাংসা
তুমিই পার বেশ, তুমিই বোঝ সবটাই
তোমাকেই তাই মানি গুরু চিন্তা তোমার সরু
... তোমার সাথে একই মত, পথ কেবল একটাই।
একি গুরু মারব পাথর! বুকটা দুরু দুরু
তুমিই যখন বলছ তবে করে দিই শুরু,
বেশ করেছ বেশ মেরেছে, আমার গায়ে কয়টি মার
পাষাণ আমার পাপের মনটা ভেঙ্গে হোক খান।
গুরু তোমার মত পোষাক পড়ব তোমার বেশই ধরব
তোমার মত নখ কাটব তোমার মতই ভাবব,
জ্ঞানের তুবড়ি ছুটিয়ে তোমার কতই বলব
তুমিই যদি বলছ তবে হাতে নিব খড়গ।
তোমার আইনেই করব বিচার, অখন্ড তার আদালত
আইন না মানলেই দোষী হবে, লাগবে না আর প্রমানথ
তুমি বললেই অঙ্গহানি, যিনি সোনার দেহ দিছেন আনি
কি কয় তিনি তোমার মুখেই শুনি।
চাইলেই আমি ব্যাখ্যা গড়ি মনের মত মনহরা
মারব গদাম বলিস যদি মনগড়া,
সময়ে সময়ে ব্যাখ্যা আমার নদীর মত বাঁক ফেরে
সর্বংপ্রকারে সর্বদা তুমি সবার উপরে।
Comments (0)
Leave a reply